ঢাবির ‘গ’ ইউনিটের ফলপ্রকাশ, পাসের হার ১৫.৪৯ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার ১৫ দশমিক ৪৯ শতাংশ। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর মোট ২৯ হাজার ৬৬ জন ভর্তিচ্ছুদের মধ্যে ২৮ হাজার ১৬৯ জন পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে ৬৮ জনের ফল বাতিল করা হয়েছে। ছয় হাজার ৮০২ জন নৈর্ব্যক্তিক পরীক্ষায় (এমসিকিউ) পাস করেছে। বাকি দুই অংশে পাস করেছে চার হাজার ৩৬২ জন।
ফল প্রকাশ শেষে জানানো হয়, পাস করা চার হাজার ৩৬২ জনের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে। মোট এক হাজার ২৫০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
গত ১৩ সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা প্রশাসন অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৬টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় এক হাজার ২৫০টি আসনের জন্য ২৯ হাজার ৫৮ জন ভর্তিচ্ছু আবেদন করে।