মেধা দিয়ে বিদেশে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান রাষ্ট্রপতির
নর্থ-সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) নতুন গ্র্যাজুয়েটদের তাঁদের জ্ঞান, মেধা ও দক্ষতা দিয়ে বিদেশে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
আজ বৃহস্পতিবার ঢাকায় এনএসইউর ১৯তম সমাবর্তনে দেওয়া বক্তৃতায় রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
আবদুল হামিদ বলেন, ‘তোমরা ২১ শতকের গ্র্যাজুয়েট, তোমরা পুরো উদ্ভাবনীমূলক জ্ঞান ও আকাঙ্ক্ষার প্রজন্ম, তোমাদের অবশ্যই জ্ঞান ও মেধা দিয়ে মাতৃভূমির সেবা করতে হবে।’
ইউনিভার্সিটির চ্যান্সেলর রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন হলো সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের একটি অংশ। সমাবর্তনের মাধ্যমে উচ্চ শিক্ষার মেধাবী ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। তিনি বলেন, ‘আমি আশা করি, এই সমাবর্তনে উপস্থিত গ্র্যাজুয়েট ও গবেষকরা সামাজিক, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করতে সক্ষম হবে।’
রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয় শুধু উচ্চ শিক্ষা ও গবেষণার স্থান নয়, জ্ঞান চর্চারও স্থান।
উচ্চ শিক্ষায় এনএসইউর অগ্রযাত্রার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এনএসইউ যে গবেষণা ও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা খবুই প্রশংসনীয়। তিনি বলেন, ‘দেশের অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে এ ধরনের কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে আমি পরামর্শ দিচ্ছি।’
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, সমাবর্তনে আরো বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (ইউজিসি) প্রফেসর আব্দুল মান্নান, এনএসইউ বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম এ কাশেম ও এনএসইউর ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী। সমাবর্তন বক্তৃতা করেন রিতা আর কলওয়েল।
সমাবর্তনে মোট দুই হাজার ১৩০ জন ছাত্রছাত্রীকে ডিগ্রি দেওয়া হয়। ভালো ফলাফল করায় ৯ জনকে দেওয়া হয় স্বর্ণ পদক।