‘ও’ লেভেল পরীক্ষা হরতাল অবরোধের আওতামুক্ত
ইংরেজি মাধ্যমের ‘ও’ লেভেল পরীক্ষাকে হরতাল ও অবরোধের আওতামুক্ত ঘোষণা করা হয়েছে। আজ বুধবার রাতে ২০ দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত পরীক্ষার্থীদের বহনকারী যানবাহনকে হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার জন্য নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা জারি করা হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘হরতাল, অবরোধের কর্মসূচি বহাল থাকবে। তবে কেবল ‘ও’ লেভেল পরীক্ষা এই কর্মসূচির আওতায় পড়বে না।’