র্যাগিংয়ের প্রতিবাদে জাবি ছাত্র ইউনিয়নের বিক্ষোভ
র্যাগিংয়ের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবন থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুন্নি চত্বরে গিয়ে শেষ হয়। পরে একই স্থানে সমাবেশ করে সংগঠনটি।
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক ইমরান নাদিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সভাপতি তন্ময় ধর, সাধারণ সম্পাদক দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল প্রমুখ।
র্যাগিংয়ের বিরুদ্ধে প্রশাসনকে শক্ত অবস্থান নেওয়ার দাবি জানান বক্তারা। তাঁরা বলেন, র্যাগিংয়ের শিকার হয়ে এরই মধ্যে দুজন শিক্ষার্থী এনাম মেডিকেলে ভর্তি হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিশ্চিত করতে হবে।
আর র্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বৃহত্তর ছাত্রসমাজকে সাথে নিয়ে র্যাগিং-বিরোধী আন্দোলনও গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা।