ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে নবীনবরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে আজ ৬ এপ্রিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ও অগ্রায়ণ উদযাপিত হয়েছে। এই অনুষ্ঠানে বিভাগে সদ্য পা রাখা নবম ব্যাচকে আনুষ্ঠানিকভাবে বরণ এবং বিদায়ী তৃতীয় ব্যাচকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ। এ ছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান অধ্যাপক ড. আখতার সুলতানাসহ বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক নিজেও এ বিভাগের একজন সম্মানিত শিক্ষক। সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের কেবলমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, বরং মানবতার কল্যাণে কাজ করার জন্য উপযোগী হয়ে ওঠার আহ্বান জানান তিনি। অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ এই বিভাগের শিক্ষার্থীদের বাংলাদেশের গণমাধ্যমে নিজেদের দৃঢ় অবস্থান সৃষ্টির জন্য উদ্বুদ্ধ করেন।
পরে বিভিন্ন পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং বিভাগীয় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সামগ্রিক আয়োজনটি তত্ত্বাবধানে বিশেষ ভূমিকা পালন করেছেন বিভাগের সহযোগী শিক্ষক এবং শিক্ষার্থী উপদেষ্টা সাবরিনা সুলতানা চৌধুরী।