এনটিভি অনলাইন ও মোবাইল মাল্টিমিডিয়া কুইজের ১০ বিজয়ী
এনটিভি অনলাইন এবং মোবাইল মাল্টিমিডিয়ার উদ্যোগে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে শিক্ষাবিষয়ক কুইজ। গতকাল বিকেল ৫টা থেকে আজ মঙ্গলবার ৫টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) এনটিভি অনলাইনে প্রকাশিত কুইজে অংশ নিয়েছেন অনেকে। সঠিক উত্তরদাতাদের মধ্যে ১০ জন লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন।
আজকের কুইজ বিজয়ীরা হলেন :
কাজী জহিরুল ইসলাম (০১৬৭****৭৮৭)
কামরুন নাহার (০১৬৭****৫৬৬)
সামিউল নিউন (০১৭১****১১৫)
এএসএম আমজাদ হোসেন (০১৭৩****০০০)
মাহবুব আলম (০১৭৩****১৭৫)
হৃদিতা রেহমান (০১৮২****০৪০)
ইয়াসিন পাটওয়ারী (০১৯১****৭৭৯)
শাহরিয়ার রিফাত (০১৯৬****৪৯২)
বাপ্পি পাল (০১৫২****৩৩৭)
রিপন (০১৬৭****৮৬৩)
এঁরা প্রত্যেকেই পাচ্ছেন ১০০ টাকা করে মোট এক হাজার টাকার মোবাইল রিচার্জ। কুইজে অংশ নিতে ক্লিক করতে হবে (http://goo.gl/R8wnRw) এই ঠিকানায়। কুইজের পাতায় নিচের অংশে অংশগ্রহণের নিয়মাবলি দেওয়া আছে। নিয়ম মেনে কুইজে অংশ নিতে হবে।
বাংলাদেশের নাগরিক যে কেউ এ কুইজে অংশ নিতে পারবেন। একটি মোবাইল ফোন নম্বর ব্যবহার করে প্রতিদিন সর্বোচ্চ তিনবার কুইজের উত্তর দেওয়া যাবে। মোবাইল মাল্টিমিডিয়া বা এনটিভির সঙ্গে সংশ্লিষ্ট কেউ এ কুইজে অংশ নিতে পারবেন না।
প্রতিদিন বিকেল ৫টায় আগের দিনের কুইজের মেয়াদ শেষ হবে এবং নতুন কুইজ যুক্ত হবে। প্রতিটি কুইজে অংশগ্রহণের জন্য ২৪ ঘণ্টা সময় পাওয়া যাবে। প্রতিদিন বিকেল ৫টার পর পূর্ববর্তী ২৪ ঘণ্টার বিজয়ীদের নাম প্রকাশিত হবে এনটিভি অনলাইনের কুইজের পাতায়। আর প্রতিদিনই থাকবে নতুন নতুন কুইজ।
২০০৭ সাল থেকে মোবাইল কনটেন্ট নিয়ে কাজ করে আসছে মোবাইল মাল্টিমিডিয়া নামক প্রতিষ্ঠানটি। মোবাইল মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ https://www.facebook.com/MobileMojaa