ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের অপসারণ দাবি
অর্থ কেলেঙ্কারির অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ফখরুদ্দিনের অপসারণ দাবি জানিয়েছেন একই বিভাগের কয়েকজন শিক্ষক। একই সঙ্গে ওই শিক্ষকের শাস্তির দাবি করেন তাঁরা। আজ বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের চতুর্থ তলায় আরবি বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকরা এসব দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ, অধ্যাপক জহিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক বেলাল হোসাইন, অধ্যাপক নাসির উদ্দিন ও সহযোগী অধ্যাপক মারুফ হোসাইন।
ড. ইউসুফ বলেন, একজন শিক্ষকের কাজ হচ্ছে সুষ্ঠুভাবে শিক্ষাদান করা ও শ্রেণিকক্ষে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা। কিন্তু অধ্যাপক ফখরুদ্দিন বিভাগের একাধিক শিক্ষার্থীর কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে তিন থেকে চার লাখ করে টাকা নিয়েছেন এবং ফেরত দেননি বলে তিনি জানান।
অধ্যাপক বেলাল হোসাইন বলেন, ‘ওই শিক্ষক যতদিন আমাদের বিভাগে থাকবেন ততদিন আমরা মুখ তুলে তাকাতে পারত না। তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অধ্যাপক ফখরুদ্দিনের দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি।’
এদিকে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ফখরুদ্দিন এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘সরকারপন্থী শিক্ষক অধ্যাপক ইউসুফের অবৈধভাবে চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করার বিরুদ্ধে আমি কোর্টে অভিযোগ করেছি। এ কারণে তারা আমার বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ করছে। সরকারপন্থী কয়েকজন শিক্ষক তাদেরই মতাদর্শী ছাত্রদের দিয়ে বিভাগে আমার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে।’
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার অর্থ আত্মসাতের অভিযোগ এনে বিভাগের সামনে বিক্ষোভ মিছিল করে বিভাগের শিক্ষার্থীরা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী নিজে উপস্থিত থেকে ওই শিক্ষকের কক্ষ সিলগালা করে দেন।