এনটিভি অনলাইন ও মোবাইল মাল্টিমিডিয়া কুইজের ১০ বিজয়ী
এনটিভি অনলাইন এবং মোবাইল মাল্টিমিডিয়ার উদ্যোগে শুরু হয়েছে শিক্ষাবিষয়ক কুইজ। গতকাল ৮ এপ্রিল বিকেল থেকে আজ বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এনটিভি অনলাইনে প্রকাশিত কুইজে অংশ নিয়েছেন অনেকে।
আজ বিকেলে কুইজে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ১০ জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।
আজকের (৯ এপ্রিল, ২০১৫) কুইজ বিজয়ীরা হলেন :
কামরুন নাহার (০১৬৭****১০৮)
মো. মোজাম্মেল হক (০১৯১****৯০৮)
ইমরান (০১৭৩****১৭৫)
রবি (০১৫৩****১২৭)
আমিন স্মৃতি (০১৭১****৮৪২)
মো. ইব্রাহিম আজাদ (০১৭১****১৭৮)
নিশাত পারভীন (০১৬৮****৩৩৩)
অজয় চান্দা (০১৯১****৬২৬)
আবির হুসাইন (০১৯২****৯৯৮)
নীরা (০১৬৮****৯৮১)
এঁরা প্রত্যেকেই পাচ্ছেন ১০০ টাকা করে মোট এক হাজার টাকার মোবাইল রিচার্জ। কুইজে অংশ নিতে ক্লিক করতে হবে (http://goo.gl/R8wnRw) এই ঠিকানায়। কুইজের পাতায় নিচের অংশে অংশগ্রহণের নিয়মাবলি দেওয়া আছে। নিয়ম মেনে কুইজে অংশ নিতে হবে।