জুবায়ের হত্যা মামলার রায় পেছানোয় শিক্ষার্থীদের বিক্ষোভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যা মামলার রায় ঘোষণার দিন পিছিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি করার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা আজ বুধবার দুপুরে ক্যাম্পাসের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি অমর একুশে ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা জুবায়ের হত্যা মামলার রায় দ্রুত ঘোষণার দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের হত্যা মামলার তিন বছর পর আজ এ রায় ঘোষণার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে আসামিদের হাজির করতে না পারায় তা পিছিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি রোববার পুনর্নির্ধারণ করেছেন ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম নিজামুল হক।