বিইউএফটি বিজনেস ক্লাবের যাত্রা শুরু
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর বিজনেস স্টাডিজ বিভাগের উদ্যোগে যাত্রা শুরু করেছে ‘বিইউএফটি বিজনেস ক্লাব’। গত ২০ এপ্রিল বিকেল ৪টায় বিইউএফটি অডিটোরিয়ামে এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নানামুখী শিক্ষণীয় এবং উন্নয়নশীল কর্মকাণ্ডের সাথে যুক্ত করতেই এই ক্লাব। বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে এবং বাংলাদেশের তৈরি পোশাক খাতের আলোচিত বিষয়গুলো সম্পর্কে ছাত্রছাত্রীদের জানাতে অগ্রণী ভূমিকা পালন করবে এই ক্লাব। দক্ষ জনশক্তি গঠনের লক্ষ্য নিয়ে কাজ করবে ক্লাবটি।
উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পোশাক খাতের সেক্টরের অবদান এবং এর প্রতিকূলতা বিষয়ে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন বিইউএফটির প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোজাফ্ফর উদ্দিন সিদ্দিক। সেমিনারে মূল আলোচক ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি এবং বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শফিউল ইসলাম (মহিউদ্দিন)।
সেমিনারে মূল বক্তা ছিলেন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ডিন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ, বিইউএফটি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ মাসুদ হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান এবং রেজিস্ট্রার আ ন ম রফিকুল আলম প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিজনেস ক্লাবের প্রধান সমন্বয়ক মল্লিক রকিবুল হাসান।