বিশ্ববিদ্যালয়গুলোতে আসন বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির
দেশের ক্রমবর্ধমান শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টিতে বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা বৃদ্ধির বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। আজ বৃহস্পতিবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে সর্বোচ্চ নম্বরধারী ১৮ শিক্ষার্থীকে ২৩টি স্বর্ণপদক দেন। সমাবর্তনে স্নাতক, স্নাতকোত্তর, এমবিএ, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী আট হাজার শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়।
স্নাতকদের অর্জিত জ্ঞান ও মেধা মানবতার সেবায় কাজে লাগানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের আজকের এ পর্যায়ে নিয়ে আসার পেছনে রয়েছে সমাজ ও রাষ্ট্রের খেটে খাওয়া মানুষের অবদান। এই ঋণ শোধ করতে স্নাতকদের দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।
বিকেলে হেলিকপ্টারযোগে সাভার ক্যান্টনমেন্ট নেমে সড়ক পথে সমাবর্তনে যোগ দেন রাষ্ট্রপতি।
সমাবর্তন বক্তা হিসেবে বিশেষ বক্তব্য দেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।