পরীক্ষা কেন্দ্রে মোবাইল, ঘড়ি সবার জন্য নিষিদ্ধ
পরীক্ষার হলে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা মোবাইল ফোন, ইলেকট্রনিক ঘড়ি বা ইলেকট্রনিক কলম নিয়ে ঢুকতে পারবেন না। তবে কেন্দ্রসচিব এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। কেন্দ্রসচিব ছাড়া কারো কাছে এগুলো পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কোনো স্থানে শিক্ষকরা নৈতিকতাবিবর্জিত তৎপরতা চালিয়ে পরীক্ষার্থীদের সহায়তা করলে সাথে সাথে সেসব কেন্দ্র বাতিল করা হবে। দোষী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
আজ বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন আইনশৃঙ্খলা মনিটরিং কমিটির সভায় শিক্ষামন্ত্রী এ নির্দেশনা দেন।
শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, বিজি প্রেস, পুলিশ, র্যাব, ডিবিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আইনশৃঙ্খলা কমিটির দক্ষ ও সময়োপযোগী তৎপরতার কারণে প্রশ্নপত্র ফাঁস বা ফেসবুকে হুজুগ না ওঠায় কমিটির সবাইকে ধন্যবাদ জানান। তিনি অতিসম্প্রতি দেশের দু-একটি স্থানে পরীক্ষার হলে কতিপয় শিক্ষকের নৈতিকতাবিবর্জিত শিক্ষাকেন্দ্রে অপকর্মে হতাশা ব্যক্ত করে বলেন, ‘এরা শিক্ষক নামের কলঙ্ক। এদের অপকর্মের কারণে পুরো শিক্ষকসমাজকে কলঙ্কিত হতে দেব না।’