১৪ বছর পর রাবির সিনেট অধিবেশন সোমবার
দীর্ঘ ১৪ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সিনেটের ২১তম অধিবেশন কাল সোমবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে সকাল ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ অধিবেশন শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন জানান, সিনেটের এই সভার চারটি অধিবেশনে শোক প্রস্তাব, ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেস প্রতিষ্ঠার প্রস্তাব এবং অন্য কয়েকটি ইনস্টিটিউটের সংবিধি অনুমোদন, ২০১৪-১৫ সালের সংশোধিত বাজেট ও ২০১৫-১৬ সালের প্রস্তাবিত বাজেট পেশ, কর্মকর্তা-কর্মচারীদের চাকরির বয়সসীমা ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করার আইন এবং বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১৪ বছর পর রাবির সিনেটের এই অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩’ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ এ ফোরামের সর্বশেষ অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল ২০০১ সালের ২৮-২৯ জুন।
দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় সিনেটের রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট ক্যাটাগরির ২৫টি পদ মেয়াদ উত্তীর্ণ হয়েছে। রাকসু নির্বাচন না হওয়ায় শূন্য রয়েছে ছাত্র প্রতিনিধির পাঁচটি পদ। স্পিকার কর্তৃক মনোনীত পাঁচজন সংসদ সদস্যের সিনেটের সদস্য থাকার কথা থাকলেও তা শূন্য রয়েছে। তবে দীর্ঘদিন পর হলেও সিনেট অধিবেশন করতে সিনেটের বিভিন্ন ক্যাটাগরির বর্তমান সদস্যদের নিয়েই সিনেট অধিবেশন আহ্বান করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে। দীর্ঘদিন সিনেটের রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট নির্বাচন না হওয়ায় আগের নির্বাচিতদের মধ্যে যাঁরা জীবিত আছেন তাঁদের এবং সিনেটের অন্যান্য ক্যাটাগরির সদস্যদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ মেনেই এবারের সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মু. এন্তাজুল হক জানান, এবারের অধিবেশনটি বার্ষিক অধিবেশন হিসেবেই অনুষ্ঠিত হবে।