বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর মাতাবে শিরোনামহীন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় সাংস্কৃতিক রাজধানী। বছরজুড়ে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যস্ত থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নাট্য পার্বণ, বর্ষপূর্তি, ফিল্ম ফেস্টিভালের পাশাপাশি নিয়মিতই থাকে কনসার্ট।
গত সপ্তাহে ১৯তম ব্যাচের পুনর্মিলনীতে এসেছিল ‘জলের গান’। একই দিনে শহীদ সালাম বরকত হলের দ্বিতীয় পুনর্মিলনীতে এসেছিল শিরোনামহীন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে শিরোনামহীনের কনসার্ট পিছিয়ে নেওয়া হয় ২১ মে তারিখে।
আগামীকাল বৃহস্পতিবার ২১ মে, শিরোনামহীনের বহুল প্রতীক্ষিত সেই কনসার্ট। ক্যাম্পাসের শহীদ সালাম বরকত হলের সামনের মাঠে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। ফেসবুকে শিরোনামহীন ব্যান্ডের অফিশিয়াল ফ্যান পেজে এ কথা জানিয়েছে শিরোনামহীন।
শিরোনামহীনের কনসার্ট প্রসঙ্গে শহীদ সালাম বরকত হলের দ্বিতীয় পুনর্মিলনীর আহ্বায়ক ফজলে রাব্বি এনটিভি অনলাইনকে বলেন, ‘শিরোনামহীনের কনসার্টের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সবাই অধীর আগ্রহে শিরোনামহীনের গান শোনার জন্য অপেক্ষা করছে। ক্যাম্পাসের বর্তমান শিক্ষার্থীদের সাথে সাথে প্রাক্তন শিক্ষার্থীদেরও কনসার্টে আমন্ত্রণ রইল।’