জাবিতে চতুর্থ দিনে উপাচার্যের প্রশাসনিক ভবন অবরোধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভবন বরাদ্দ-সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে টানা চতুর্থ দিনের মতো উপাচার্যের প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন দুটি বিভাগের অন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ শনিবার সকাল ৭টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় ভূতাত্ত্বিক বিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
urgentPhoto
শিক্ষক-শিক্ষার্থীদের টানা এ অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেননি। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের লেকের পাড়ে বসে অলস সময় কাটাতে দেখা যায়।
অবরোধের কারণে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত নিজ নিজ কার্যালয়ে অফিস করতে আসেননি। তবে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম নিজ বাসভবনে দাপ্তরিক কাজ সম্পন্ন করছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সংকট নিরসনে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি।’