সভাপতির পদত্যাগ চেয়ে জাবিতে মৌন মিছিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতির পদত্যাগ এবং ক্লাস-পরীক্ষারসহ বিভাগীয় কার্যক্রম শুরুর দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিভাগ থেকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনে যান প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী। পরে শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল উপাচার্য ফারজানা ইসলামের সাথে সাক্ষাৎ করেন।
উপাচার্যের সাথে দেখা করে বিভাগীয় সভাপতি অধ্যাপক গোলাম মইনুদ্দিনের পদত্যাগ দাবি এবং ক্লাস-পরীক্ষা শুরুর দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে দাবির পরিপ্রেক্ষিতে বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফিক-উর রহমানকে অন্তর্বর্তীকালীন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন উপাচার্য।
এ ব্যাপারে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক এ কে এম আবুল কালাম এনটিভি অনলাইনকে বলেন, উপাচার্য জানিয়েছেন, সমস্যা সমাধানে বিভাগীয় সভাপতি অধ্যাপক গোলাম মইনুদ্দিনকে এক মাসের ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি বিভাগের একজন শিক্ষককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছেন তিনি। আগামীকাল রোববার বিভাগীয় শিক্ষকরা সভা করে পরের দিন থেকেই ক্লাস-পরীক্ষাসহ বিভাগীয় কার্যক্রম শুরু করা হবে।
অধ্যাপক গোলাম মইনুদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উপাচার্য ফারজানা ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এর আগে এক শিক্ষার্থীকে লাথি দেওয়া, কর্মচারীকে লাঞ্ছিত করা, অভিভাবককে অপমান করা এবং বিভাগীয় কার্যক্রম আটকে রাখার অভিযোগ এনে গত ৪ এপ্রিল অধ্যাপক গোলাম মইনুদ্দিনের প্রতি অনাস্থা জানিয়ে উপাচার্যকে চিঠি দিয়েছিলেন বিভাগের শিক্ষকরা। পরবর্তী সময়ে তাঁর পদত্যাগ দাবি এবং ক্লাস-পরীক্ষার দাবিতে ১৩ মে এবং ২১ মে দুদফায় উপাচার্যকে আবার স্মারকলিপি দেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।