সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষকসহ ১০ জনকে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অবিলম্বে এ হুমকি প্রদানকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানায় ওই সংগঠন।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক আনোয়ারুল আজিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক। সম্প্রতি উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েনসহ ১০ জন বিশিষ্টজনকে 'আল কায়েদা-আনসারুল্লাহ বাংলা-১৩' নামের সংগঠন প্রাণনাশের হুমকি দেয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক আখতার সুলতানা এবং অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
অ্যাসোসিয়েশনের মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল । মানববন্ধনে সমাপনী বক্তব্য দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর হোসেন। মানববন্ধনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।