সাতক্ষীরায় প্রাণনাথ হাইস্কুলের ১৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলনমেলা
কৈশোরের স্মৃতি হাতড়ে অনেকে ভুগেছেন নষ্টালজিয়ায়। আবার পুরোনো বন্ধুদের সঙ্গে মিলিত হতে পেরে তৈরি হয়েছে এক আবেগঘন পরিবেশ। এমন আড্ডা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী পালিত হয়েছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী প্রাণনাথ হাইস্কুলের ১৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্রদের মিলনমেলা।
সাবেক শিক্ষার্থীরা শনিবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে প্রাণনাথ হাইস্কুল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একত্রে মিলিত হন। এরপর শুরু হয় স্মৃতিচারণ পর্ব। এসময় নানা গল্পে ও আলাপচারিতায় সাবেক শিক্ষার্থীরা তাদের স্মৃতি রোমন্থন করেন। সমগ্র অনুষ্ঠানে নিবন্ধনকৃত ১২০০ সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মিলনমেলায় জাপা নেতা আজহার উদ্দিনের সভাপতিত্বে অংশগ্রহণ করেন সাবেক শিক্ষার্থী সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, বিএনপি নেতা অ্যাডভোকেট ইফতেখার আলী, নর্দান ইউনিভার্সিটি খুলনার চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, উদযাপন কমিটির সদস্য সচিব কাজী আকতার হোসেন, আয়োজক কমিটির সদস্য রাশিদুজ্জামান রাশি, আবুল কালাম বাবলা, চয়ন কুমার সাহা প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়। এরপর সন্ধ্যায় জনপ্রিয় সংগীতশিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১২টায় শেষ হয় মিলনমেলা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএন হাইস্কুলের সাবেক ছাত্র ও মিলনমেলা ২০২৩ উদযাপন কমিটির সদস্য সচিব কাজী আকতার হোসেন ও সাবেক ছাত্র মো. রাশেদুজ্জামান রাশি।
১৮৪৬ সালে সাতক্ষীরার জমিদার প্রাণনাথ রায় চৌধুরী এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। স্কুলটি এবার ১৭৭ বছরে পা দিয়েছে। বিশিষ্টজনদের মতে, এটি বাংলাদেশের দ্বিতীয় স্কুল।