আলোর ইশকুলে শুরু হচ্ছে ফটোগ্রাফি কোর্স
আলোর ইশকুলের ফটোগ্রাফি কোর্স। ৯ম আবর্তন শুরু হচ্ছে। ফটোগ্রাফিতে আগ্রহীরা আমন্ত্রিত। আগামী (৩০ সেপ্টেম্বর) মধ্যে ভর্তি হতে হবে। কোর্স ফি ২,৫০০ টাকা।
যারা সদ্য ফটোগ্রাফি শুরু করেছেন, মূলত তাদের জন্য এই কোর্স। কোর্সের মেয়াদ চার মাস। অভিজ্ঞ শিক্ষকমন্ডলী ও প্রশিক্ষকবৃন্দ এই কোর্সের ক্লাস নিবেন।
কোর্সে প্রশিক্ষণ দিবেন মাকসুদুল বারী, রফিকুল ইসলাম, কায়সার আলম, মুনিরা মোর্শেদ মুন্নী, মীর শামসুল আলম বাবু, মনিরুল আলম, কে. ইউ. মাসুদ, কে এম আসাদ ও কে এম জাহাঙ্গীর আলম। কোর্সের বিষয়ে বিস্তারিত ছবিতে দেওয়া আছে।