ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের উদ্যোগে 'জুনিয়র আর্ট কম্পিটিশন -২০২৩' অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন ও সামাজিক সংগঠন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড এর উদ্যোগে অনুষ্ঠিত হলো 'জুনিয়র আর্ট কম্পিটিশন ২০২৩'।
এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বয়স বিবেচনায় তিন-ক্যাটাগরিতে মোট ৭৫ জন ক্ষুদে প্রতিযোগী অংশগ্রহণ করে। ক্লাবের সন্মানিত সদস্যদের ১৬ বছর পর্যন্ত ছেলে-মেয়েদের সানন্দ অংশগ্রহণে প্রতিযোগিতা আয়োজনের অল্পসময়ের মধ্যেই রংতুলির নিপুণ আঁচড়ে ক্লাবের ইলেকট্রনিক ডাকবাক্স রঙিন হয়ে ওঠে। এই বর্ণিল আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে ফ্রেশ স্টেশনারি। ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড ও ফ্রেশ ষ্টেশনারীর পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেট ও আকর্ষনীয় গিফটের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সময়জুড়ে স্লাইডশোতে প্রতিযোগীদের আঁকা মনোমুগ্ধকর ছবিগুলো প্রদর্শন করা হয় আর ক্ষুদে প্রতিযোগীদের নিজস্ব অংশগ্রহনে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ক্লাবের সম্মানিত সভাপতি ও পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব খন্দকার আতাউর রহমান। অনুষ্ঠানে ক্ষুদে প্রতিযোগিদের উৎসাহ দিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মজিবুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিস এর ব্র্যান্ড ডিপার্টমেন্টের সিনিয়র জেনারেল ম্যানেজার জনাব কাজী মো: মহিউদ্দিন। ক্লাবের সম্মানিত সেক্রেটারি ও এস কে আর পি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মাদ নাজমুল ইসলাম অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে তার সমাপনী বক্তব্য দেন। প্রতিভা বিকাশে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড এ ধরণের আয়োজন নিয়মিতভাবে করে যাবে।