জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের সব পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল রোববারের (২৯ অক্টোবর) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার (২৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
এদিকে, আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের এই হরতালে সমর্থন দিয়েছে এলডিপিও। ধারণা করা হচ্ছে, হরতালের জন্যই পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যদিকে, আগামীকাল সারা দেশে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।