বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালকের দায়িত্বে মিজানের স্থানে অধ্যাপক আল আমিন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিক। গতকাল সোমবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিককে কর্তৃপক্ষের নির্দেশক্রমে যোগদানের তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য এতদ্বারা নিয়োগ প্রদান করা হলো। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।
বুয়েট কর্তৃপক্ষের নিয়মানুযায়ী, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে রাত সাড়ে ১০টার পর ক্যাম্পাসে অবস্থান করা নিষেধ এবং যেকোনো প্রয়োজনে অবস্থান করতে হলে ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক কর্তৃক অনুমতি নিতে হয়। কিন্তু, গত মার্চের শেষদিকে মধ্যরাতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রবেশের ঘটনায় দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ ওঠে ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমানের বিরুদ্ধে। এরপরই তাকে অপসারণের দাবি জানায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। এরপর গতকাল এই অফিস আদেশ এলো।
অফিস আদেশে ছাত্রকল্যাণ পরিদপ্তরের বর্তমান পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমানকে অধ্যাপক ড. আল আমিন সিদ্দিককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট সকল দপ্তরে অফিস আদেশের অনুলিপি প্রেরণ করা হয়েছে।