পরীক্ষা দেওয়া হলো না এক কলেজের ১৬ শিক্ষার্থীর
কর্তৃপক্ষের গাফিলতিতে প্রবেশপত্র না পাওয়ায় লালমনিরহাটের কালীগঞ্জের একটি কারিগরি কলেজের ১৬ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারলেন না। ফলে এসব শিক্ষার্থীরা চরম হতাশায় পড়েছেন। উপজেলার শিয়ালখোওয়া এলাকার সূর্যমুখী টেকনিক্যাল এন্ড বি.এম কলেজে এ ঘটনা ঘটে। এজন্য কলেজ কর্তৃপক্ষের অবহেলাকে দুষছেন অভিভাবকরা।
খোঁজ নিয়ে জানা যায়, কলেজটির ওই ১৬ শিক্ষার্থী ব্যবসায় ব্যবস্থাপনা শাখা থেকে গতকাল রোববার (৩০ জুন) থেকে শুরু হওয়া পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। কিন্তু ফরমপূরণ করার পরও প্রবেশপত্র না পেয়ে তাদের পরীক্ষার হলে যাওয়া সম্ভব হয়নি।
শিক্ষার্থী ও অভিভাকদের অভিযোগ, পরীক্ষা শুরুর কয়েকদিন আগে থেকেই শিক্ষকদের সঙ্গে প্রবেশপত্রের জন্য যোগাযোগ করা হলেও তারা শুধু ঘুরিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত মেলেনি প্রবেশপত্র।
এ বিষয়ে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি । কথা বলতে রাজি হননি কলেজ ম্যানেজিং কমিটির সভাপতিও।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই। আর কেউ এখন পর্যন্ত লিখিতভাবে অভিযোগও করেননি।’ তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন ইউএনও।