নতুন বিশ্ববিদ্যালয়কে দাঁড় করানো সহজ না, তবে চ্যালেঞ্জটা নিতে চাই : অধ্যাপক হাছানাত
নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) দায়িত্ব গ্রহণ করে অধ্যাপক ড. মোহাম্মদ হাছনাত আলী বললেন, নতুন বিশ্ববিদ্যালয়কে দাঁড় করানো সহজ না, তবে চ্যালেঞ্জটা নিতে চাই। এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়কে মানসম্মত জায়গায় নিতে সব মতাদর্শের লোককে সঙ্গে নিয়ে চলতে চাই।
আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ মডেল টাউন আবাসিক এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবুল কালাম আজাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন অধ্যাপক ড. হাছনাত আলী। ভিসির দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক কুদরত ই জাহান, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম প্রমুখ।
বক্তব্যে ভিসি হাছানাত নওগাঁর প্রশাসন থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চান। বলেন, ‘নতুন একটি বিশ্ববিদ্যালয়কে দাঁড় করানো সহজ কাজ হবে না, তবে আমি সেই চ্যালেঞ্জটা নিতে চাই।…একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়তে হলে আমাদেরকে সকলকে এক হয়ে কাজ করতে হবে। সামনে আমরা এই বিশ্ববিদ্যালয়কে কীভাবে এগিয়ে নেব সে বিষয়ে দিকনির্দেশনা নেওয়ার জন্য আমি প্রথমে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের মানুষের সঙ্গে কথা বলতে চাই।’
অধ্যাপক হাছানাত বলেন, ‘আগামী সেশন থেকে অন্তত চারটি বিষয়ে ছাত্র ভর্তি করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করতে চাই। সেই লক্ষ্যে কার্যক্রম শুরু করেছি। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব ও ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। আশা করি, মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়তে সরকারের পাশাপাশি নওগাঁর প্রশাসন ও এখানকার স্থানীয় মানুষ আমাকে সহযোগিতা করবেন। ’