আচরণবিধি ভঙ্গ, সাংসদকে এলাকা ত্যাগের নির্দেশ
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করায় আওয়ামী লীগের সাংসদ আফজাল হোসেনকে অবিলম্বে এলাকা ত্যাগ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়।
নিকলী উপজেলার কারপাশা ও দামপাড়া ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার আসিফ ইমতিয়াজ মনির বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এমপি সাহেবকে চিঠি পৌঁছানো হয়েছে।
কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান রহমান স্বাক্ষরিত চিঠিতে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের বিরুদ্ধে ইউপি নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে প্রকাশ্যে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার অভিযোগ আনা হয়। তবে চিঠি পাওয়ার পরও নিয়ম ভেঙে সাংসদ ইউপি নির্বাচনের প্রচারণায় অংশ নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নির্বাচনী কার্যক্রম সাংসদের অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও ক্লিপে কারপাশা ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সাংসদ আফজাল হোসেনকে ধমক দিয়ে মুঠোফোনে ভিডিও ধারণ বন্ধ করতে নির্দেশ দিতে দেখা যায়।
উপজেলার কারপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল বারী বিষয়টি স্বীকার করে জানান, আজ বিকেলে কারপাশা ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাংসদ আফজাল হোসেন, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভুঁইয়া জনিসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেন।
সাংসদসহ বক্তরা যেকোনোভাবে নৌকা প্রতীকের প্রার্থীর জয় নিশ্চিত করতে কাজ করতে আহ্বান জানান।
কারপাশা ইউপি নির্বাচনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম রাব্বানী সবুজ জানান, গতকাল রাতেও নানশ্রীসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাংসদ নির্বাচনি কার্যক্রমে অংশ নিয়েছেন।
এই ইউনিয়নে চশমা প্রতীকের অপর স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী দিলদার আহমেদ খান জানান, সাংসদের উপস্থিতিতে নির্বাচনি কার্যক্রমে স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
গোলাম রাব্বানী সবুজ ও দিলদার আহমেদ খান দুজনেই নিশ্চিত করেছেন, আজ রাতে এই প্রতিবেদন লেখার সময় দামপাড়া ইউনিয়নে হাইস্কুল মাঠে নির্বাচনি সমাবেশে সাংসদ আফজাল উপস্থিত আছেন।
চিঠি দেওয়ার পরও ওই সাংসদ নির্বাচনি কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত না থাকা প্রসঙ্গে রিটার্নিং অফিসার আসিফ ইমতিয়াজ মনির কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।
সাংসদ আফজাল হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়ায় এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।