কিশোরগঞ্জে ইউপি নির্বাচনে আ.লীগ ২০, স্বতন্ত্র ৫, জাতীয় পার্টি ৪
কিশোরগঞ্জের ২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০টিতে আওয়ামী লীগ, চারটিতে জাতীয় পার্টি এবং পাঁচটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।
এর মধ্যে বাজিতপুরের ১১টি ইউনিয়নের তিনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায়সহ বাকি আটটিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
এছাড়া করিমগঞ্জের ১১টি ইউনিয়নের ছয়টিতে আওয়ামী লীগ, একটিতে জাতীয় পার্টি ও চারটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
তাড়াইল উপজেলার সাত ইউনিয়নের তিনটিতে আওয়ামী লীগ, তিনটি জাতীয় পার্টি ও একটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।