কুমিল্লায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ১
কুমিল্লার মেঘনা উপজেলার আমিরাবাদ কেন্দ্রে সংঘর্ষে শাওন মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও অন্তত ২০ জন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মানিকার ইউনিয়নের আমীরারাদ সরকারি প্রাথমিক কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আজ দুপুরের দিকে নির্বাচন চলাকালে ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ একই দলের স্বতন্ত্র চেয়ারমান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিদ্রোহী প্রার্থীর সমর্থক শাওন, জয় মিয়া, শামীম, মকবুল হোসেন, আল আমীনসহ ১৫ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর শাওনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর আহতদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সালাহউদ্দিন মোল্লা চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছেন।