কুমিল্লা সিটি নির্বাচনে প্রার্থীদের প্রচার শুরু
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দের পর আজ শুক্রবার বিকেল থেকেই নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ছে নগরজুড়ে। গণসংযোগ আর নির্বাচনে নিজের অবস্থান তুলে ধরতে নগর উন্নয়নে সচেষ্ট থাকার নানান আশ্বাস দিচ্ছেন মেয়র পদপ্রার্থীরা।
আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী আরফানুল হক রিফাত রাত ৯টায় শহরের নানুয়ার দীঘিরপাড়ে আওয়ামী লীগের নির্বাচনী অফিস উদ্বোধন করেন। পরে কিছু সময় অবস্থান করেন এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। এর আগে বিকেলে মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ঘোড়া প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী নিজাম উদ্দিন কায়সার বৃষ্টি উপেক্ষা করে নগরের ২৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।
সন্ধ্যায় সাবেক মেয়র টেবিলঘড়ির প্রতীকের সতন্ত্রপ্রার্থী মনিরুল হক সাক্কু গণসংযোগ করেন নগরীর নানুয়াদীঘির পাড় এলাকায়। প্রতীক বরাদ্দের প্রথম দিনেই কুমিল্লা পরিণত হয় উৎসবের নগরীতে।
আজ সকালে কুমিল্লা সিটি করপোশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, সাবেক মেয়র সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত সতন্ত্রপ্রার্থী মনিরুল হক সাক্কু, বিএনপি বহিষ্কার হওয়া কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সতন্ত্রপ্রার্থী নিজাম উদ্দিন কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্রপ্রার্থী কামরুল আহসান বাবুলসহ পাঁচ মেয়র পদপ্রার্থীকে কুমিল্লা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চৌধুরীর।
এ ছাড়া একই সময়ে ১০৬ কাউন্সিলর প্রার্থী ও ৩৬ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীর প্রত্যেককে প্রতীক বরাদ্দ দিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার মাধ্যমে শুরু হয় নির্বাচনের প্রচার-প্রচারণা।
প্রধান নির্বাচন কমিশনার আগামী ২৯ মে কুমিল্লা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সব প্রার্থীর সঙ্গে নির্বাচন বিষয়ে মতবিনিময় করবেন। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।