গলাচিপায় ফল ঘোষণার পর হামলা, ইভিএম লুট-গুলি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফল ঘোষণার পর কেন্দ্রে হামলা চালিয়েছে পরাজিত প্রার্থীদের সমর্থকেরা। তারা আটটি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) লুট করে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের বেশ কয়েকটি গুলি চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পানপট্টির কাজীর কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সন্ধ্যায় ভোট গণনার পর সাধারণ সদস্য পদে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার পরই পরাজিত প্রার্থীরা ফলাফল না মেনে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় ভোট কেন্দ্রের বাইরে থাকা অপেক্ষমান সমর্থকরাও এতে যোগ দিয়ে ভোটকেন্দ্রে ব্যাপক ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভোটকেন্দ্রের নয়টির মধ্যে আটটি ইভিএম মেশিন নিয়ে যায়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি চালায়। বর্তমানে তারা ঘটনাস্থলে রয়েছেন। ইভিএম মেশিন উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে।
এদিকে পানপট্টি ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহৃদ সালেহীন জানান, সন্ধ্যার পরে ঘটে যাওয়া ঘটনা নিয়ন্ত্রণে তিনি অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলাকারীরা কেন্দ্রের নয়টি ইভিএম মেশিনের মধ্যে আটটি নিয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিষ কুমার জানান, সন্ধ্যার পরে ভোট গণনা শেষে পরাজিত প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ইভিএম মেশিন নিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইভিএম মেশিন উদ্ধারে কাজ চলছে।