গোপালগঞ্জে নির্বাচনি সহিংসতায় আহত ১০
গোপালগঞ্জে নির্বাচনি সহিংসতায় অন্তত ১০ জন আহত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাসাবাড়ী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, এ সংঘর্ষের ঘটনায় আহত নজরুল সরদার (৫৮), ইসমাইল শরীফ (২১), তৌহিদ শরীফ (৩৫), রোমান শরীফ(২৫), হাসাইন খান (১২), জাহাঙ্গীর মিয়া (৪৫) ও জাকারিয়াকে (২৪) গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি এবং অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই ইউনিয়নের অটোরিকশা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শরীফ আমিনুল হক তার সমর্থকদের নিয়ে বাসবাড়ী এলাকায় নির্বাচনী প্রচারণায় যান। এ সময় প্রতিপক্ষ মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর শরীফের লোকজনের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন কর্মী-সমর্থক আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে জানতে চাইলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রচারণাকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।