ঠাকুরগাঁওয়ে নির্বাচনি কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ
ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আহসান হাবিব তার নির্বাচনি কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ করেছেন তার প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এ সময় এই স্বতন্ত্র প্রার্থী বলেন, নৌকা প্রতীকের প্রার্থী মো. বনি আমিন, তাঁর ছেলে ও মদদপুষ্ট বাহিনী দিয়ে তার সমর্থক ও কর্মীদের নির্বাচনি কাজে বাধা দিচ্ছে। প্রকাশ্যে হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি প্রদান করছে বলেও অভিযোগ করেন স্বতন্ত্র এই প্রার্থী।
এ সময় স্বতন্ত্র এই প্রার্থী আরও বলেন, নির্বাচনি কার্যক্রম থেকে দূরে সরে থাকতে তার কর্মী-সমর্থকদের হুমকিসহ নানা ধরনের হয়রানি করছে তার প্রতিপক্ষ। এ অবস্থায় বেগুনবাড়ি ইউপি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এ সময় স্বতন্ত্র প্রার্থী মো. আহসান হাবিবের কর্মী আবুল কালাম আজাদ, গোলাম ফারুকসহ অনেক সমর্থক উপস্থিত ছিলেন।
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ দফায় সদর উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।