নওগাঁ সদর ও রাণীনগরের নির্বাচিতদের শপথ গ্রহণ
নওগাঁ সদর ও রাণীনগর উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্যরা শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যান এবং বিকেলে সার্কিট হাউস মিলনায়তনে ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক হারুন-অর-রশীদ।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ সদর উপজেলার ১২টি এবং রাণীনগর উপজেলার আটটি ইউনিয়নের ২০ জন চেয়ারম্যান শপথ গ্রহণ করেন। চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইব্রাহীম ও নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন উপস্থিত ছিলেন।
বিকেলে সার্কিট হাউস মিলনায়তনে সংরক্ষিত নারী ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ পাঠ করানো হয়। এই অনুষ্ঠানে নওগাঁর সদর উপজেলার ১২ ইউনিয়নের ৩৬ জন সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ ওয়ার্ডের ১০৮ জন সদস্য শপথ গ্রহণ করেন। এছাড়া রাণীনগর উপজেলার আট ইউনিয়নের ২৪ জন সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ ওয়ার্ডের ৭২ জন সদস্যকে শপথবাক্য পাঠ করানো হয়।
এ সময় জেলা প্রশাসক হারুন-অর-রশীদ নবনির্বাচিত চেয়ারম্যানরা এবং ইউপি সদস্যদের তৃণমূলের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করার আহ্বান জানান।
পরে জেলা প্রশাসক নবনির্বাচিত সব চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।