নারায়ণগঞ্জে আ.লীগের ১০, জাপার ৩ ও স্বতন্ত্রের ৩ চেয়ারম্যান প্রার্থীর জয়
নারায়ণগঞ্জের তিনটি উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ১০, জাতীয় পার্টির তিন এবং স্বতন্ত্র তিন চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। নারায়ণগঞ্জের ১৬টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মোট ৫১ জন। এর মধ্যে পাঁচ ইউপিতে পাঁচ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে সদর উপজেলার কুতুবপুর ইউপিতে আওয়ামী লীগ সমর্থিত মনিরুল আলম সেন্টু, বক্তাবলী ইউপিতে আওয়ামী লীগের শওকত আলী, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউপিতে আওয়ামী লীগের কামরুল হাসান তুহিন, ভুলতা ইউপিতে আওয়ামী লীগ সমর্থিত আরিফুল হক ও মুড়াপাড়া ইউপিতে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ আলমাছ নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া নির্বাচনে অংশ নিয়ে যাঁরা বিজয়ী হয়েছেন তাঁরা হলেন সদর উপজেলার কাশিপুর ইউপিতে আওয়ামী লীগের সাইফুল্লাহ বাদল, এনায়েতনগর ইউপিতে আওয়ামী লীগের আসাদুজ্জামান, আলীরটেক ইউপিতে আওয়ামী লীগের জাকির হোসেন, গোগনগর ইউপিতে স্বতন্ত্র ফজর আলী, বন্দর উপজেলার বন্দর ইউপিতে জাতীয় পার্টির এহসান উদ্দিন আহমেদ, মদনপুর ইউপিতে আওয়ামী লীগের এম এ সালাম, মুছাপুর ইউপিতে জাতীয় পার্টির মাকসুদ হোসেন, কলাগাছিয়া ইউপিতে জাতীয় পার্টির দেলোয়ার হোসেন প্রধান, ধামগড় ইউপিতে স্বতন্ত্র কামাল হোসেন, রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউপিতে আওয়ামী লীগের জাহেদ আলী ও ভোলাব ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন।