নারায়ণগঞ্জে ইউপি নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে একটি ব্যালট বাক্স ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে। বক্তাবলী ইউপির রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এরপর প্রায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকার পর বেলা ১১টার দিকে আবার শুরু হয়।
এ ঘটনায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান জানিয়েছেন, কয়েকজন দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালিয়ে প্রায় দেড়শ ব্যালটসহ একটি বাক্স ছিনতাই করে নিয়ে যায়। ওই দেড়শ ভোট বাতিল করে পুনরায় ভোটগ্রহণ শুরু করা হয়। ব্যালট বাক্স উদ্ধার ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
জানা গেছে, বক্তাবলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নয়টি ওয়ার্ডে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলে।