ব্রাহ্মণবাড়িয়ায় সব কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম
আগামীকাল বুধবার পঞ্চম ধাপে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ১০টি ইউনিয়ন ও আশুগঞ্জের ৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। আজ মঙ্গলবার সকাল থেকে দুটি উপজেলা পরিষদ চত্বরে নির্বাচনি সরাঞ্জাম বিতরণ করেন কর্মকর্তারা।
আজ বিকেলের মধ্যেই প্রিজাইডিং অফিসারের মাধ্যমে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে প্রতিটি কেন্দ্রের নির্বাচনি সরাঞ্জাম পৌঁছে দেওয়া হয়। দুই উপজেলার ১৮ ইউনিয়নের সর্বমোট ১৭৯টি ভোটকেন্দ্র রয়েছে। এরমধ্যে সদরে ভোটকেন্দ্রের সংখ্যা ১০৪টি ও আশুগঞ্জে ভোটকেন্দ্রের সংখ্যা ৭৪টি। সকাল ৮টা থেকে ১৮টি ইউনিয়নে তিন লাখ ৭৬ হাজার ৪৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৪৩ হাজার ৫১৬ জন ও আশুগঞ্জে মোট ভোটার সংখ্যা এক লাখ ৩২ হাজার ৯৭০ জন। ১৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আশুগঞ্জ উপজেলায় ৪৪ জন ও সদর উপজেলায় ৪৫ জন চেয়ারম্যান পদে লড়ছেন। এ ছাড়া দুই উপজেলায় সংরক্ষিত সদস্য পদে ১৯০ জন এবং সাধারণ সদস্য পদে ৬৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা সূত্র জানায়, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে র্যাব, বিজিবি, পুলিশ, স্ট্রাইকিং ফোর্স ও আনসার সদস্য ছাড়াও বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট টিম দায়িত্ব পালন করবে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।