ভোটারদের ভুরিভোজের খিচুড়ি গেল এতিমখানায়
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে ভোটারদের জন্য রান্না করা ভুরিভোজের খিচুড়ি জব্দ করে বিতরণ করা হয়েছে এতিমখানায়। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ইউনিয়নের রামপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটার ও কর্মী-সমর্থকদের খাওয়ানোর জন্য রান্না হচ্ছিল গরুর মাংসের খিচুড়ি। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আলাদা ডেকচিতে রান্না হচ্ছিল মুরগির খিচুড়ি।
আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার মাহমুদের ছেলে ব্যবসায়ী মাহবুবুর রহমান সোহাগ এই ভোজের আয়োজন করেন। গতকাল রাত ১১টার দিকে ওই খিচুড়ি ভোটারদের মধ্যে পরিবেশনের কথা ছিল। কিন্তু এর আগেই সেখানে হাজির হন উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমাণ আদালত রান্না করা সেই খিচুড়ি জব্দ করেন।
রামপট্টি এলাকার কয়েকজন বাসিন্দা জানান, রাতে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার মাহমুদের এ এলাকায় নির্বাচনি সভা ছিল। সভার পর তাদের কর্মী ও ভোটারদের খাওয়ানোর জন্য ভুরিভোজের আয়োজন করা হয়। চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার মাহমুদের ছেলে ব্যবসায়ী মাহবুবুর রহমান সোহাগ এই আয়োজন করেন। রান্নার শেষ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে উপস্থিত হন। তখন চেয়ারম্যান পদপ্রার্থীর ছেলে ব্যবসায়ী মাহবুবুর রহমান সোহাগসহ কয়েকশ লোক পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত রান্না করা খাবার জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে খাবারগুলো জব্দ করা হয়েছে। পরে খাবারগুলো চারটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
চেয়ারম্যান পদপ্রার্থীর ছেলে ব্যবসায়ী মাহবুবুর রহমান সোহাগ জানান, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। তার বাবা সরোয়ার মাহমুদ স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে তার বাবার অনেক কর্মী-সমর্থক রয়েছেন। তারা বাবার জন্য খাটছেন। প্রচার চালাচ্ছেন। তাদের জন্য রাতে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। খুব বেশি হলে এক-দেড়শ কর্মী-সমর্থকের খাবার আয়োজন করা হয়েছিল। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে বিষয়টি ভিন্নভাবে প্রচার করছেন।