ভোটের আগে প্রার্থীর মৃত্যুতে কুমিল্লার ভানী ইউপি নির্বাচন স্থগিত
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১২ নম্বর ভানী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া গতকাল রোববার রাত ৯টার দিকে মারা গেছেন। তাঁর মৃত্যুর পর এ ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যসহ সব পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নুরুজ্জামান ভূঁইয়া ১২ নম্বর ভানী ইউপির চেয়ারম্যান ছিলেন। সপ্তম ধাপের নির্বাচনে এ ইউপিতে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি।
স্থানীয়রা বলছেন, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে ভানী ইউনিয়নের নোয়াগাঁও কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাজী জালাল হোসেনের ভাগনে ওই কেন্দ্র এলাকায় অবৈধভাবে প্রবেশ করায় স্থানীয়রা আটক করেন। এ সময় ঘটনাস্থলে ছুটে যান আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুরুজ্জামান ভূঁইয়া। ঘটনাস্থলের উত্তপ্ত পরিবেশ সামাল দিতে আটক ব্যক্তিকে মারধর না করতে অনুরোধ জানান। পরে আটক ওই ব্যক্তিকে পুলিশে দেন স্থানীয়রা।
ওই সময় ঘটনাস্থলেই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন নুরুজ্জামান। এ সময় উপস্থিত লোকজন তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন কুমেক হাসপাতালের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন।