মুন্সীগঞ্জে খড়ের গাদা থেকে ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার
মুন্সীগঞ্জ সদরে খড়ের গাদা থেকে ককটেল দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ ককটেল ও অস্ত্র উদ্ধার করে জব্দ করে সদর থানা পুলিশ।
সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচরের দোহাই শিকদারের বাড়ির পশ্চিম পাশে ফাঁকা জায়গায় খড়ের নিচ থেকে এসব ককটেল, রামদা ও ছোরা জব্দ করা হয়। এগুলো আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যবহারের জন্য রাখা হয়েছিল বলে জানা গেছে।
আজ দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দক এসব উদ্ধার ও জব্দ করার সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান, আসন্ন ইউপি নির্বাচনে দুর্বৃত্তরা এগুলো ব্যবহার করতে লুকিয়ে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। খড়ের গাদা থেকে ১৩টি ককটেল, চারটি ছোরা ও একটি রামদা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। পরে ককটেলগুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।