ময়মনসিংহে পৌরসভা ও ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
ময়মনসিংহের একটি পৌরসভা ও কয়েকটি ইউনিয়ন পরিষদে (ইউপি) উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
হালুয়াঘাট পৌরসভার সাধারণ নির্বাচনে ১০টি কেন্দ্রে মোট ভোটার ১৯ হাজার ৫৪ জন। মেয়র পদে চারজন, সাধারণ সদস্য পদে ২৮ জন এবং সংরক্ষিত সাধারণ সদস্য পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জেলার হালুয়াঘাট পৌরসভার সাধারণ নির্বাচন, সদর উপজেলার খাগডহর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন এবং গফরগাঁও, নান্দাইল, গৌরীপুর ও মুক্তাগাছা উপজেলার চারটি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।