লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে ৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে জাকির হোসেন চৌধুরী নৌকা প্রতীকে, নাদিয়া সুলতানা মিলি টেবিল ফ্যান প্রতীকে, কারিমুল মাওলা সাহেদ আলী আনারস প্রতীকে, দেলোয়ার হোসেন মোটরসাইকেল ও নুরুল ইসলাম চশমা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া আটটি ওয়ার্ডে পুরুষ সদস্য পদে ৩১ জন এবং তিনটি ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী বলেন, ‘এই ইউনিয়নে ২৩ হাজার ৬১০ জন ভোটার রয়েছে। এরমধ্যে ১২ হাজার ১১১ জন পুরুষ ও ১১ হাজার ৪৯৯ জন নারী ভোটার রয়েছে। উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ চলছে। ইভিএমের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা।’