শার্শায় আ.লীগের বিদ্রোহী প্রার্থীর ওপর হামলা, আহত ৭
নির্বাচনি প্রচারণার সময় যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার বাগআচড়া বাজারে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলায় সাতজন আহত হয়েছেন। ঘটনাটি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান।
এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস মার্কা) আব্দুল খালেকের সমর্থকরা আজ বুধবার দুপুরে নাভারণ-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়ার সাতমাইল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
পুলিশ ও আহত বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক জানান, গতকাল মঙ্গলবার রাতে সাতমাইল গরুর হাট শেষ করে আব্দুল খালেকসহ ১০ থেকে ১২ জন মোটরসাইকেলে নির্বাচনি প্রচারণায় যাচ্ছিল। এ সময় মঙ্গলবার রাত ১১টার দিকে বাগআঁচড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে পৌঁছালে একদল সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় পাঁচটি ভাঙচুর করে ও চারটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।
বর্তমানে এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ওসি বদরুল আলম খান বলেন, ‘আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আজ দুপুরে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’