হাকিমপুরে তিন ইউপির দুটিতে আ.লীগ, একটিতে বিদ্রোহী জয়ী
দিনাজপুরের হাকিমপুর উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটিতে আওয়ামী লীগ ও একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।
তারা হলেন উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে আওয়ামী লীগের ছদরুল ইসলাম, আলিহাট ইউনিয়নে আবু সুফিয়ান ও খট্টামাধবপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাওছার আলী জয়ী হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ হলরুমে ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শফিকুর রহমান আকন্দ স্থানীয় প্রশাসন, প্রার্থী ও সাংবাদিকদের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানানো হয়, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ছয় হাজার ৭০৮ ভোট পেয়ে আওয়ামী লীগের ছদরুল ইসলাম জয়ী হয়েছেন। মোটরসাইকেল প্রতীক নিয়ে চার হাজার ৫৪৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী বিএনপির মেফতাহুল জান্নাত মেফতা, চশমা প্রতীক নিয়ে তিন হাজার ১৫৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেন শাদো।
আলিহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পাঁচ হাজার ২৪৮ ভোট পেয়ে আওয়ামী লীগের আবু সুফিয়ান জয়ী হয়েছেন। চশমা প্রতীক নিয়ে চার হাজার ৬১২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী জামায়াতের আমিনুল ইসলাম, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির লোকমান আলী তিন হাজার ৯৮৪ ভোট পেয়েছেন, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোজাহার আলী ৩৮৮ ভোট পেয়েছেন।
খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে চার হাজার ৮৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাওছার আলী। ঘোড়া প্রতীক নিয়ে চার হাজার ৬৩৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের আব্দুল মালেক মন্ডল তিন হাজার ২০৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। টেলিফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩৭ ভোট পেয়েছেন জামিল উদ্দিন।
এবার উপজেলার তিন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রার্থীসহ ১১ জন, সাধারণ সদস্য পদে ১০৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তিন ইউনিয়নে ২৭টি ভোটকেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৫২ হাজার ৫২৫ জন।