লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন পাঁচ নভেম্বর
সংসদ সদস্যের মৃত্যুতে শূন্য হওয়া লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম একথা জানিয়েছেন।
তফসিল অনুযায়ী, এ দুটি আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল দায়ের ১৩ থেকে ১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে পাঁচ নভেম্বর।
এর আগে দুজন সংসদ সদস্যের মৃত্যুতে দুটি আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পরে এই দুই আসনে ভোট হবে কি না তা নিয়ে আজ বৈঠক করে নির্বাচন কমিশন। সেখানে এই সিদ্ধান্ত হয়।
গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এম শাহজাহান কামাল মারা যান। এতে একাদশ জাতীয় সংসদের মেয়াদের একদম শেষ পর্যায়ে এসে শূন্য হয় দুটি আসন।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন কমিশনকে উপনির্বাচন সম্পন্ন করতে হয়। ৩০ সেপ্টেম্বর আসন শূন্য হওয়ার তারিখ হিসেবে এই দুই আসনে উপ-নির্বাচন সম্পন্ন করতে হবে ২৮ ডিসেম্বরের মধ্যে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হবে আগামী ২ নভেম্বর। এদিন আসনভিত্তিক ৩০০ সংসদীয় আসনগুলোর ভোটার তালিকাও প্রকাশ করা হবে। আর এর পরবর্তী এক সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হতে পারে নির্বাচনের তফসিল।