নতুন তিন মুখসহ ময়মনসিংহে নৌকার মাঝি যাঁরা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থিতায় তিনটিতে নতুন মুখ এসেছে। বাকি আটটি আসনে দলের বর্তমান ও সাবেক সংসদ সদস্যরাই মনোনয়ন পেয়েছেন। আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ময়মনসিং-৩, ময়মনসিং-৪ ও ময়মনসিংহ-৫ আসনে নতুন মুখ এসেছে।
জাতীয় সংসদের ১১টি (১৪৬ থেকে ১৫৬, ময়মনসিংহ-১ থেকে ১১) আসনে মনোনয়ন পেলেন যারা :
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট) আসনে জুয়েল আরেং, তিনি বর্তমান সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি।
ময়মনসিংহ-২ (ফুলপুর) আসনে শরীফ আহমেদ, তিনি বর্তমান সংসদ সদস্য (গণপূর্ত প্রতিমন্ত্রী) এবং ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নিলুফার আনজুম পপি, তিনি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
ময়মনসিংহ-৪ (ময়মনসিংহ সদর) আসনে মোহাম্মদ মোহিত উর রহমান, তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে মো. আব্দুল হাই আকন্দ, তিনি মুক্তাগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে অ্যাডভোকেট মো. মোসলেম উদ্দিন, তিন বর্তমান সংসদ সদস্য ও সাবেক সভাপতি ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগ।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে হাফেজ মো. রুহুল আমীন মাদানী, তিনি বর্তমান সংসদ সদস্য ও ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সদস্য।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে মো. আব্দুছ ছাত্তার, তিনি সাবেক সংসদ সদস্য ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আব্দুস সালাম, তিনি সাবেক সংসদ সদস্য এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ফাহমী গোলন্দাজ (বাবেল) বর্তমান সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে কাজিম উদ্দিন আহম্মেদ, তিনি বর্তমান সংসদ সদস্য এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য।