ঢাকার ২০ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন বাদ রেখে ২৯৮ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন। এর আগে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন দলের নির্বাচন কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবার ঢাকার ২০টি আসনে মনোনয়ন দিতে বেশ যাচাই-বাছাই করেছে আওয়ামী লীগ। বর্তমান সংসদ্যদের অনেককে বাদ দিয়েছে তারা। মনোনয়নে দেখা গেছে নতুন মুখও।
ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ উপজেলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সালমান ফজলুর রহমান। ঢাকা-২ (কোরাণীগঞ্জ উপজেলা) পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম।
ঢাকা-৩ (সাভারের কিছু উপজেলা ও সাভার পৌরসভা) সংসদীয় আসনে দলটি থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য নসরুল হামিদ।
ঢাকা-৪ (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭, ৫১,৫২, ৫৩, ৫৪, ৫৮, এবং ৫৯ নম্বর ওয়ার্ড) সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন সানজিদা খানম।
ঢাকা-৫ (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯, ৫০) সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন হারুনূর রশীদ মুন্না।
ঢাকা-৬ সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক দক্ষিন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
ঢাকা-৭ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য হাজী মো. সেলিমের ছেলে সোলায়মান সেলিম।
ঢাকা-৮ সংসদীয় আসনে নোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ঢাকা-৯ সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্যসাবের হোসেন চৌধুরী।
ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। এবারই তিনি প্রথম নির্বাচনে লড়বেন।
ঢাকা-১১ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ ওয়াকিল উদ্দিন। ঢাকা-১২ সংসদীয় আসনে পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ঢাকা-১৩ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৪-তে মাইনুল হোসেন খান মনোনয়ন পেয়েছেন।
ঢাকা-১৫ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। ঢাকা-১৬ থেকে পেয়েছেন সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। ঢাকা-১৭-তে পেয়েছেন সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা-১৮-তে সংসদ সদস্য হাবিব হাসান। ঢাকা-১৯-এ সংসদ সদস্য ও ত্রাণ ও দুর্যোগমন্ত্রী ডা. এনামুর রহমান মনোনয়ন পেয়েছেন।
আর ঢাকা-২০ থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বেনজির আহমেদ।