সাদেক খানকে সরিয়ে ঢাকা-১৩ আসনে ফের নানক
বর্তমান ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খানকে সরিয়ে আবারও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে মনোনীত করা হয়েছে। এর আগেও তিনি এই আসনে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন।
আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই তালিকায় দেখা যায়, এবার ঢাকা-১৩ আসনে বর্তমান সংসদ সদস্য সাদেক খানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়নি বাংলাদেশ আওয়ামী লীগ।
ঢাকা-১৩ আসন রাজধানীর মোহাম্মদপুর, আদাবর এবং শেরে বাংলা নগর থানা এলাকার একাংশ নিয়ে গঠিত। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড এই আসনের অন্তর্ভুক্ত। এখানে বাঙালির পাশাপাশি বিহারি ভোটার রয়েছেন। বিহারি ভোটারের সংখ্যা অর্ধ-লক্ষাধিক।