আমির হোসেন আমুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (সদর ও নলছিটি) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমির হোসেন আমুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ সোমবার (২৭ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও জেলা কৃষকলীগ সভাপতি সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবদুল মান্নান রসুল এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আমির হোসেন আমু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি বাংলাদেশ সরকারের সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব পালন করছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তার অনুজা মণ্ডল জানান, আজ দুপুরে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র নিয়েছেন।
এ ছাড়া রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এ কে এম মিজানুর রহমান তসলিম। তিনি কাঁঠালিয়া উপজেলার বাসিন্দা।
আগামী ৭ জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
আগামী ১ থেকে ৪ ডিসেম্বর বাছাই, আপিল দায়ের ৫ থেকে ৯ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর।