জাতীয় পার্টি এখন দখলদারদের হাতে : রাঙ্গা
জাতীয় পার্টির সাবেক মহাসচিব, বর্তমান সংসদের বিরোধীদলীয় চিফ হইপ মশিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘জাতীয় পার্টি এখন দখলদারদের হাতে চলে গেছে, তাই রওশন এরশাদ নির্বাচন করছেন না। এরশাদপুত্র সাদ এরশাদের সিটিং আসনে জি এম কাদের প্রার্থী হয়ে ঠিক করেননি।’
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে রংপুর-১ আসনে (গঙ্গাচড়া) মশিউর রহমান রাঙ্গা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মশিউর রহমান রাঙ্গা।
জাতীয় পার্টি মশিউর রহমান রাঙ্গাকে দলীয় মনোনয়ন না দিলেও তিনবার এ আসন থেকে তিনি নির্বাচিত সংসদ সদস্য। তিনি বলেন, ‘আমি জনগণের জন্য কাজ করেছি, তাই আমাকে ভোট দেবেন এখানকার ভোটাররা, এ কারণেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। রওশন এরশাদও জানেন আমি এখানে ভোট করছি। এক্ষেত্রে দলীয় প্রতীক না পেলেও কোনো সমস্যা হবে না।’
রাঙ্গার এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এরশাদের ভাতিজা কেন্দ্রীয় জাতীয় যুব সংহতির সভাপতি সাবেক সংসদ সদ্য মকবুল শাহরিয়ার আসিফ। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘১৭ তারিখের পর রাঙ্গা প্রার্থী থাকবেন না।’
কিসের ভিত্তিতে এত নিশ্চিত হয়ে এ কথা বললেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আসিফ বলেন, ‘আমার ধারণা রাঙ্গ স্বতন্ত্র প্রার্থী থাকবেন না। এই আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী রেজাউল ইসলাম রাজুর পাশাপাশি সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগনেতা আসাদুজ্জামান বাবলু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ ছাড়া রংপুর ৬ আসনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, রংপুর ৪ আসনে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, রংপুর ৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।