ঝালকাঠির দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫ জন
ঝালকাঠির দুটি সংসদীয় আসনে দ্বাদশ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫ জন। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী হিসেবে দুজন বজলুল হারুন ও বিএনপির ভাইসচেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর, জাতীয় পার্টির মো. এজাজুল হক, জাকের পার্টির আবু বক্কর সিদ্দিকী, তৃণমূল বিএনপির জসিম উদ্দিন তালুকদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মামুনুর রশীদ সিকদার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির সদস্য এম মনিরুজ্জামান মনির, কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ইসলাম, মজিবুর রহমান, নূরুল আলম সহকারী রিটার্নিং কর্মকর্তা রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, জাতীয় পার্টির নাসির উদ্দিন এমরান, জাকের পার্টির মো. ফারুক আহম্মেদ ও ন্যাশনাল পিপলস পার্টির মো. ফোরকান হোসেন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল শুক্রবার ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর বাছাই, আপিল দায়ের ৫ থেকে ৯ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।