মানিকগঞ্জে গণফোরাম সভাপতির মনোনয়নপত্র জমা
মানিকগঞ্জ-৩ আসনে গণফোরামের সভাপতি মফিজুল ইসলাম খান কামাল তাঁর মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রেহেনা আক্তারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দিয়ে মফিজুল ইসলাম খান কামাল সাংবাদিকদের বলেন, এই সরকারের আমলে আমরা দেখেছি ১৪ সালের নির্বাচন ফেয়ার হয়নি, ১৮ সালে নির্বাচন করেছি, আপনারাও জানেন কী হয়েছে। সর্বজন স্বীকৃত, পৃথিবীর সবদেশ জানে আগের রাতেই ভোট সম্পন্ন হয়েছে। যার জন্য এখন ইউরোপীয় ইউনিয়নের চাপ সৃষ্টি হয়েছে এই সরকারের ওপর।
মফিজুল ইসলাম খান আরও বলেন, ‘আজকে যেভাবে বিরোধী দলের ওপর অত্যাচার নির্যাতন, গায়েবি মামলা হচ্ছে—এটা কোনো গণতন্ত্রের কথা না। ভোট বর্জনের কথা উঠে, কেন আমার ভোট আমি প্রয়োগ করতে পারব না। এটার জবাব সরকারকে দিতে হবে, মাস্তান দিয়ে ইলেকশন করবেন, প্রশাসন দিয়ে করবেন, এটা হয় না। আজকে আপনার জন্যই কিন্তু এটা হয়েছে। তা না হলে এটা হতো না। আমি অবিলম্বে রাজবন্দিদের মুক্তি দাবি করছি। অবিলম্বে সব রাজবন্দির মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।’
মফিজুল ইসলাম খান আরও বলেন, ‘এবারের নির্বাচন যদি সুষ্ঠু না হয়, অবাধ না হয়, মাস্তানমুক্ত না হয়, তাহলে কিন্তু এই সরকারের খবর হয়ে যাবে, নির্বাচন হয়ে গেলেও।’
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মেয়ে ব্যারিস্টার মেহরীন ইসলাম খান, রাজনৈতিককর্মী মজিদ উদ্দিন আহমেদ পুলক, শাহিন খান, রেজাউল করিম খান, লিটন চৌধুরী প্রমুখ।